স্বাভাবিক হয়নি লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চল, ভূমিধসের কারণে আরো ট্রেন বাতিল, দূর্ভোগ অব্যাহত ত্রিপুরা ও বরাকবাসীর

মালিগাঁও, ৯ জুলাই : স্বাভাবিক হয়নি লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চল। ভূমিধসের কারণে আরো ট্রেন বাতিল ও আংশিক বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। ফলে, ত্রিপুরা ও বরাকবাসীর দূর্ভোগ অব্যাহত রয়েছে।

লামডিং ডিভিশনের মুপা-দিহাখো স্টেশনের মাঝখানে (কেএম-৫১/১-২) প্রবল ভূমিধসের ফলে লামডিং-বদরপুর পাহাড়ি রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি, পাথর, বোল্ডারসহ ধস নেমে রেল লাইনের উপর পড়ায় ট্র্যাকের ওপর দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল মোতায়েন করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই সংবাদ জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, যাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে সহায়তা ডেস্ক চালু করা হয়েছে।

তিনি জানান, ভূমিধসের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল ও আংশিক বাতিল করা হয়েছে। ১১ জুলাই ট্রেন নম্বর ১২৫০৩ (এসএমভিটি বেঙ্গালুরু – আগরতলা) হুমসফর এক্সপ্রেস এবং ১৩ জুলাই ট্রেন নম্বর ১২৫১৫ (তিরুবনন্তপুরম সেন্ট্রাল – শিলচর) এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া, ৮ জুলাই ট্রেন নম্বর ১৩১৭৩ (শিয়ালদহ – সাব্রুম) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং পর্যন্ত চলবে এবং লামডিং থেকে সাব্রুম পর্যন্ত আংশিক বাতিল থাকবে।

তিনি জানান, ৭ জুলাই ট্রেন নম্বর ১৪৬২০ (ফিরোজপুর ক্যান্ট – আগরতলা) এক্সপ্রেস লামডিং পর্যন্ত চলবে এবং লামডিং থেকে আগরতলা পর্যন্ত আংশিক বাতিল থাকবে।তেমনি, ৯ জুলাই ট্রেন নম্বর ১৩১৭৬ (শিলচর – শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং থেকে যাত্রা শুরু করবে এবং শিলচর থেকে লামডিং পর্যন্ত আংশিক বাতিল থাকবে। ১০ জুলাই, ট্রেন নম্বর ১২৫২০ (আগরতলা – লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেস কামাখ্যা থেকে যাত্রা শুরু করবে এবং আগরতলা থেকে কামাখ্যা পর্যন্ত আংশিক বাতিল থাকবে।

একইভাবে, ১০ জুলাই ট্রেন নম্বর ১২৫০৮ (শিলচর – তিরুবনন্তপুরম সেন্ট্রাল) এক্সপ্রেস, গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে এবং শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত আংশিক বাতিল থাকবে। ১০ জুলাই ট্রেন নম্বর ১৪৬১৯ (আগরতলা – ফিরোজপুর ক্যান্ট) এক্সপ্রেস গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে এবং আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত আংশিক বাতিল থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার পূর্বে সর্বশেষ আপডেট যাচাই করার অনুরোধ জানিয়েছে।