ওএনজিসি-র বরাত প্রাপ্ত এক বেসরকারি সংস্থার কাজ করতে গিয়ে গুরুতর আহত এক উপজাতি যুবক

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৬ জুলাই:
ওএনজিসি-র বরাত প্রয়াত এক বেসরকারি সংস্থার কাজ করতে গিয়ে গুরুতর আহত এক উপজাতি যুবক। বর্তমানে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গত বেশ কয়েক মাস আগে ওএনজিসি থেকে টেন্ডার পেয়ে বহিঃ রাজ্যের তথা হায়দ্রাবাদের বেসরকারি দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক এই সংস্থাটি রাজ্যের দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস সন্ধানের বরাত পেয়েছে। আর ঐ বহিঃরাজ্যের তথা হায়দ্রাবাদের বেসরকারি দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক সংস্থাটি কর্ণধার গঙ্গাধর রাও দক্ষিণ জেলায় কাজ করতে এসে কলাছড়া বাজার সংলগ্ন থাইলীক তৈইসা কমিউনিটি হলে অফিস রুম তৈরী করেছে।

রুপাইছড়ি আর.ডি.ব্লকের অন্তর্গত পূর্ব সাব্রুম এডিসি ভিলেজের জমিন চন্দ্র পাড়ার বাসিন্দা হতদরিদ্র নিরেন কুমার ত্রিপুরা গত প্রায় ২০ – ২১ দিন আগে ঐ দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড সংস্থাতে ডিনামাইট বিস্ফোরণের ক্যাবেল তারের কাজ করতে গিয়ে বাম পায়ে ডিনামাইট বিস্ফোরণের যন্ত্রাংশ ঢুকে যায়। বর্তমানে হতদরিদ্র নিরেন ত্রিপুরার বাম পায়ে পচন ধরে পোকা ধরেছে। আহত নিরেন ত্রিপুরা জানান শেষের দশদিনের কাজের টাকার মধ্যে মাএ চারদিনের টাকা দিয়েছেন ওই কোম্পানি।

এইদিকে হতদরিদ্র নিরেন ত্রিপুরার স্ত্রী বিজলি ত্রিপুরা জানান, দেড় বছরের এক ছেলে এবং চার বছরের এক মেয়েকে নিয়ে অনাহারে অনিদ্রার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। আর্থিক অনটনের জন্য স্বামী নিরেন ত্রিপুরাকে চিকিৎসা করাতে পারছেন না। একবারের জন্যেও ঐ দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে আহত নিরেন ত্রিপুরার দেখতে আসাতো দূরের কথা, খবর পর্যন্ত নিলেন না। পায়ে পচন এবং পোকা ধরেছে, ব্যথা যন্ত্রণা অস্থির হয়ে পড়েছে ওই শ্রমিক।

রবিবার নিরেন ত্রিপুরার স্ত্রী এবং এলাকার লোকজনরা অভিযোগ করে জানান কি করে পূর্ব সাব্রুম ছড়ার উপর দিয়ে আহত নিরেন ত্রিপুরার চিকিৎসার জন্য নিয়ে যাবেন হাসপাতালে। অতিসত্বর আহত নিরেন ত্রিপুরা সরকারি সাহায্য না পেলে মৃত্যুর কোলে ঢলে পড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন ও পরিবারের লোকজনরা।

এখন দেখার বিষয় প্রশাসন কতটুকু সাহায্যের হাত বাড়াবে হতদরিদ্র নিরেন ত্রিপুরার উপর। এবং কি ব্যবস্থা গ্রহণ করবে বহিঃ রাজ্যের তথা হায়দ্রাবাদের বেসরকারি দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড সংস্থা কুখ্যাত ধান্দাবাজ গঙ্গাধর রাও এর বিরুদ্ধে। তবে সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের কোন এধরনের সংস্থাতে কাজ করতে গেলে শ্রমিকদের ইন্সুরেন্স বাধ্যতামূলক কিন্তু কোন এক অজ্ঞাত কারণে শ্রমিকদের ইন্সুরেন্স করানো হয়নি এবং এ বিষয়ে সাবরুমের শ্রম দপ্তর এর আধিকারিকের ও কোন হেলদোল নেই। রাজ্য সরকারের নিকট সাহায্যের আর্জি জানিয়েছেন নিরেনের পরিবার।