মাইগঙ্গা পঞ্চায়েত উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, পঞ্চায়েত এক্সটেনশন অফিসারের সঙ্গে বৈঠক

কৃষ্ণপুর, ৫ জুলাই : কৃষ্ণপুর বিধানসভার অধীন মাইগঙ্গা পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ ফের উত্তপ্ত আলোচনা হয়েছে। পঞ্চায়েত এক্সটেনশন অফিসার আজ বিক্ষুব্ধ সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।

পঞ্চায়েত এক্সটেনশন অফিসার জানিয়েছেন, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় পঞ্চায়েতের সকল সদস্য উপস্থিত ছিলেন। তিনি আরও জানান যে, এই সভার কার্যবিবরণী এবং আলোচনা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ও আলোচনার দিনক্ষণ নির্ধারণ করা হবে।

মাইগঙ্গা পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অনাস্থা প্রস্তাব নিয়ে জল্পনা চলছিল। বিক্ষুব্ধ সদস্যরা উপ-প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। আজকের এই বৈঠককে পরিস্থিতি সমাধানের একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত মাইগঙ্গা পঞ্চায়েতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকছে।