তিপ্রা মথা বিজেপি সমর্থন প্রত্যাহারের ঘোষণা নিয়ে বিতর্ক, তীব্র প্রতিক্রিয়া দিলেন বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: তিপ্রা মথা বিধায়ক রণজিৎ দেব্বর্মা আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলীয়ভাবে বিজেপিকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করলেও, বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট ভাষায় বলেন, রণজিৎ দেব্বর্মা তিপ্রা মথার সুপ্রিমো নন। যদি দলের সুপ্রিমো তথা প্রদ্যুৎ দেববর্মা এমন কোনও ঘোষণা না করে থাকেন, তবে এই বিষয়ে মন্তব্য করার অবকাশ নেই।

তিনি জানান, বিজেপির সঙ্গে তিপ্রা মথার যে সমঝোতা হয়েছে, তা মূলত জনজাতি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেই। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্ত ছাড়াই এই ধরনের একতরফা ঘোষণাকে গুরুত্ব দেওয়া যায় না।

বিপ্লব দেব আরও বলেন, ত্রিপুরার জনজাতিদের জন্য যদি কোনো সরকার প্রকৃত অর্থে কাজ করে থাকে, তবে তা একমাত্র মোদি সরকারই করেছে। আজ রাজ্যের জনজাতি জনগণ নিজের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করছে এবং বিভিন্ন কেন্দ্র ও রাজ্য প্রকল্পে সরাসরি উপকৃত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান থেকে শুরু করে সামাজিক সুরক্ষা—সবক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই তিপ্রা মথা বিজেপির সঙ্গে জোট বেঁধেছিল দেশের ও রাজ্যের স্বার্থে।

তিনি জোর দিয়ে বলেন, এই উন্নয়নের পথে কোনো বিভ্রান্তি বা একক সিদ্ধান্ত কখনোই রাজনৈতিক সদিচ্ছাকে বাধা দিতে পারবে না।