তেলিয়ামুড়া, ৩ জুলাই : বহিঃরাজ্যের তিন মহিলা’কে অবৈধভাবে গাঁজা পাচার করার সময় হাতে-নাতে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, থানার সামনেই পুলিশ যখন ভ্যাহিকেল চেকিং করছিল তখনই আগরতলা থেকে আমবাসাগামী একটি ম্যাক্স গাড়িকে থামিয়ে তল্লাশি চালালে তিনজন মহিলা যাত্রীকে সন্দেহ হয়।
এরপর থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালানোর পর রীতিমতো নিজেদের পোশাকের ভেতরে রাখা অবস্থায় ১৫ কেজি উপরে শুকনো গাঁজা উদ্ধার হয়। যার বাজারমূল্য এক লক্ষাধিক টাকা। এই ব্যাপারে তেলিয়ামুড়া থানায় এন.ডি.পি.এস-অ্যাক্ট অনুযায়ী মামলা করে তদন্ত অব্যাহত রেখেছে।

