রুদ্রপ্রয়াগ, ৩ জুলাই : উত্তরাখণ্ডে টানা বৃষ্টিপাত এবং খারাপ আবহাওয়ার মধ্যে কেদারনাথ ধাম থেকে ফেরার পথে সোনপ্রয়াগ ভূমিধস জোনে আটকে পড়া প্রায় ৪০ জন তীর্থযাত্রীকে বৃহস্পতিবার উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)।
বুধবার রাত প্রায় ১০টার সময় আচমকা এক ভূমিধসের কারণে বিপুল পরিমাণ ধ্বংসস্তুপ রাস্তায় পড়ে যাওয়ায় যাত্রাপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং তীর্থযাত্রীরা সেখানে আটকে পড়েন। ভূমিধসটি ঘটেছে সোনপ্রয়াগের কাছে। ওই রাস্তাটি কেদারনাথ যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। এসডিআরএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গভীর রাতে একটি ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালায়।
এসডিআরএফ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আধিকারিকরা বিপজ্জনক পরিস্থিতিতে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে চলাফেরা করে আটকে পড়া তীর্থযাত্রীদের নিরাপদে উদ্ধার করছেন। পাহাড়ি রাজ্যটি বর্তমানে টানা ভারী বৃষ্টিপাতের কারণে চরম বিপর্যয়ের মুখে। নতুন এক ভূমিধসের ফলে বদ্রীনাথ জাতীয় সড়কটি উমট্টার বদ্রীশ হোটেলের কাছে বন্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে চামোলি পুলিশ। একইভাবে, ইয়ামুনোত্রি জাতীয় সড়কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলাই বন্দ এবং ওঝরির মধ্যবর্তী এলাকায় রাস্তার বড় অংশ ভেঙে গেছে প্রবল বৃষ্টিপাতে।
তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এসডিআরএফ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), স্থানীয় পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা একত্রে কাজ করছে। তাঁরা অস্থায়ী ট্রেল তৈরি করছে, পরিবহন ব্যবস্থা চালু করেছে এবং বিকল্প নিরাপদ পথে পথনির্দেশ দিচ্ছে, যাতে সময়মতো এবং নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। অত্যাবশ্যক পরিষেবাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্রখাল, চাম্বা, জাখিন্দর এবং দুঘামান্দার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। চাম্বা ব্লকের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহও বিঘ্নিত হয়েছে, যা বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দিনগুলিতেও বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আইএমডি এক বিবৃতিতে জানিয়েছে, দেহরাদূন, পৌরি গঢ়ওয়াল, টেহরি, নয়নিতাল ও বাগেশ্বর জেলায় বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য পাহাড়ি জেলাগুলিতেও বজ্রপাত ও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
—

