মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিধায়ক কিশোর বর্মণ

আগরতলা, ৩ জুলাই : ত্রিপুরায় নবনির্বাচিত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিধায়ক কিশোর বর্মণ। রাজভবনের দরবারে হলে নলছড়ের বিধায়ক কিশোর বর্মণকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভার মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা:) মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা।

এদিন শপথ বাক্য পাঠ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মণ বলেন, আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক। দল যখন তাকে যে দায়িত্ব দেবে সে দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পাশাপাশি এদিন তাঁকে ভরসা করে এতবড় দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।