বিশ্বের সর্ববৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র ভারতের জন্য ২১ মাস এক বিভিষীকাময় দুঃস্বপ্ন ছিল : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ জুন : বিশ্বের সর্ববৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র ভারতের জন্য ২১ মাস এক বিভিষীকাময় দুঃস্বপ্ন ছিল। আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আজ রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত মক পার্লামেন্টে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক

এদিন তিনি বলেন, পবিত্র সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকারকে নির্লিপ্তভাবে কেড়ে নেওয়া হয়েছিল শুধুমাত্র ক্ষমতা জোর করে ধরে রাখার পৈশাচিক লোভে। এই উন্মত্ততা -অত্যাচার থেকে বাদ যায়নি মা-বোনরাও।

তাই জরুরিকালের ভয়াবহতাকে নয়া প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে।