ইম্ফল, ২৯ জুন: নিষিদ্ধ কাংলাইপাক কমিউনিস্ট পার্টি (পিপলস ওয়ার গ্রুপ) বা কেসিপি-র ছয় সক্রিয় ক্যাডারকে গ্রেপ্তার করল মণিপুর পুলিশ। ধৃতদের মধ্যে তিনজনই মহিলা। ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলায় পৃথক অভিযান চালিয়ে এই গ্রেপ্তারি হয়েছে বলে শনিবার জানিয়েছেন এক শীর্ষ পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, গত ২৭ জুন ইম্ফল পশ্চিম জেলার থাংমেইব্যান্ড থিংগেল লাইকাই এলাকায় অভিযান চালিয়ে কেসিপির তিন সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন মহিলা ক্যাডারও রয়েছেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা সক্রিয়ভাবে চাঁদাবাজির কাজে যুক্ত ছিল এবং দলের জন্য আর্থিক সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
এর একদিন আগেই, ২৬ জুন ইম্ফল পূর্ব জেলার চিনগারেল তেজপুর এলাকা থেকে আরও এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সদস্যের বিরুদ্ধেও চাঁদাবাজি ও সংগঠনের জন্য অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে।
একই দিনে, ইম্ফল পূর্ব জেলার ওয়াংখেই নিংথেম পুখরি মাপাল এলাকায় আরও দুই উগ্রপন্থীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এদের সবাই কেসিপি-র সক্রিয় সদস্য এবং রাজ্যজুড়ে সংগঠনের হয়ে নানা অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ছিল।
ধৃতদের কাছ থেকে সংগঠনের অভ্যন্তরীণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কেসিপির নেটওয়ার্ক ভাঙার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যে নিষিদ্ধ উগ্রপন্থী গোষ্ঠীগুলোর কার্যকলাপ নস্যাৎ করতে নিরাপত্তা বাহিনী সজাগ এবং ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, কেসিপি (পিপলস ওয়ার গ্রুপ) বহুদিন ধরেই মণিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে তালিকাভুক্ত। এই সংগঠন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত। তাই রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এই ধরনের অভিযানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

