রাস্তার বেহাল দশা, প্রতিবাদে সরব এলাকাবাসী

আগরতলা, ২৫ জুন : প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার ব্রহ্মছড়া কলইপাড়া রাস্তার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় শতাধিক পরিবারের একমাত্র যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয় ওই রাস্তাটি। এরই প্রতিবাদে সরব হয়েছেন কলইপাড়ার সাধারণ মানুষ। তাঁদের দাবি পূরণ করা না হলে আগামী নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটবেন এলাকাবাসী বলে হুশিয়ারী দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে কোনোরকম সংস্কারের ছোঁয়া তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার ব্রহ্মছড়া কলইপাড়া রাস্তা পায়নি। ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, কিংবা জরুরি কাজে বেরোনো সাধারণ মানুষ—সবাই একই সমস্যার সম্মুখীন হন প্রতিদিন। বাচ্চাদের স্কুলে পৌঁছানো, রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সবই যেন এক দুরূহ যুদ্ধ।এলাকার মানুষ বহুবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছেন বলে অভিযোগ। তবুও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। একদিকে ‘উন্নয়নের’ দাবি, অন্যদিকে এই ধরনের অব্যবস্থা—দুইয়ের মধ্যে বিস্তর ফারাক লক্ষ করছেন এলাকাবাসী।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই কলইপাড়া এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত ই.এম. কমল কলই-এর নির্বাচনী এলাকা। এলাকার জনজাতি অংশের মানুষদের ভোটে জয়ী হওয়া সত্ত্বেও, তাঁদের মৌলিক চাহিদা পূরণে, বিশেষত রাস্তাঘাটের সমস্যার সমাধানে, নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। এই অবহেলা এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এই অবস্থার প্রতিবাদে কলইপাড়ার সাধারণ মানুষ এবার রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন—যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে তারা আগামী নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটবেন।

এখন দেখার বিষয়, প্রশাসনের তরফে বাস্তবিক কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না। কারণ, যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়নের দাবি শুধুই স্লোগান হয়ে থেকে যায়—এই সত্যটাই বারবার প্রমাণ করে দিচ্ছে তেলিয়ামুড়ার কলইপাড়া।