ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সতর্কতা: তেলেঙ্গানা, গুজরাটসহ দেশের একাধিক রাজ্যে আবহাওয়া দফতরের সতর্কবার্তা

নয়া দিল্লি, ২৫ জুন — ভারতের আবহাওয়া দফতর আজ দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। তেলেঙ্গানার ১৭টি জেলায় বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থা। রাজ্যের সমস্ত ৩৩টি জেলায় বিভিন্ন স্থানে প্রবল পৃষ্ঠীয় বায়ু প্রবাহের সম্ভাবনাও রয়েছে।

আদিলাবাদ, কুমারাম ভীম আসিফাবাদ, মনচেরিয়াল, নির্মল, নিজামাবাদ, জগতিয়াল, রাজান্না সিরিসিলা, করিমনগর, পেদ্দপল্লি, জয়শঙ্কর ভূপালপল্লি, মুলুগু, ভদ্রাদ্রি কোথাগুডেম, খাম্মাম, রাঙ্গা রেড্ডি, হায়দরাবাদ, মেদচাল মালকাজগিরি এবং কামারেড্ডি।

হায়দরাবাদ ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

গত কয়েক দিনে গুজরাটের বহু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যের ১৪২টি তহসিলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নর্মদা জেলার নন্দোদে সর্বাধিক ৯ ইঞ্চি বৃষ্টি হয়েছে। দাহোদে ৮ ইঞ্চি ও টিলাকওয়াড়ায় ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।

সতর্কতা হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩৪টি দল মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকের দিনে গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওডিশা, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ৫ দিন গুজরাট, কোঙ্কণ, গোয়া, মারাঠওয়াড়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের পাশাপাশি ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওডিশাতেও আগামী ৫ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে উত্তর আরব সাগরের অবশিষ্ট অংশ, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের আরও কিছু অঞ্চলে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ু দিল্লি সহ আরও কিছু অংশে বিস্তার লাভ করবে।

গুজরাট ও ওডিশার কিছু স্থানে আজ (২৫ জুন) ২০ সেন্টিমিটারের বেশি অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। কনকণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্রের ঘাট অঞ্চল, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরল, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এই বৃষ্টিপাত একদিকে যেমন খরা কবলিত অঞ্চলে স্বস্তি দেবে, অন্যদিকে জলাবদ্ধতা ও বন্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।