ইন্দোরে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

ইন্দোর, ২৩ জুন : রাজা রঘুবংশীর হত্যার পর আবারো নৃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠলো মধ্যপ্রদেশের ইন্দোর। রবিবার রাতে শীতল নগর কলোনিতে এক পুত্রবধূ তাঁর শাশুড়িকে খুন করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। শাশুড়ির রক্তাক্ত দেহ তাঁদের বাড়ির বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তিকেই এই হত্যার কারণ হিসেবে ধরা হয়েছে। নিহত মহিলার নাম গোমতী (বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর), আর অভিযুক্ত পুত্রবধূর নাম নেহা। প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো, যা এখন চরম পর্যায়ে গড়িয়েছে। ঘটনার দিন রবিবার আবারও দুজনের মধ্যে তীব্র ঝগড়া বাঁধে। অভিযোগ, নেহা তাঁর শাশুড়িকে টেনে বাথরুমে নিয়ে গিয়ে একটি ভারী বস্তু (সম্ভবত পাথর) দিয়ে মুখে আঘাত করতে থাকেন। একপর্যায়ে শাশুড়ি মারা যান।

এই মর্মান্তিক ঘটনাটি সামনে আসে যখন গোমতীর ছেলে সন্দীপ বাড়ি ফিরে এসে তাঁর মায়ের রক্তাক্ত দেহ দেখতে পান। সাথে সাথেই তিনি প্রতিবেশীদের ডাকেন এবং মা-কে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেহাকে গ্রেপ্তার করে তদন্তে নেমেছে। জানা গেছে, সন্দীপ ও নেহার বিয়ে হয়েছিল দু’বছর আগে। এছাড়াও, কিছুদিন আগে গোমতী থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিলেন যে, তাঁর পুত্রবধূ তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন। বর্তমানে নেহা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে। এই নৃশংস ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।