৯ লক্ষাধিক টাকার ফেন্সিডিল উদ্ধারে সাফল্য পেল পেঁচারথল থানার পুলিশ

আগরতলা, ২১ জুন : আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্যর খাতায় নাম উঠলো ঊনকোটি জেলার পেচারতল থানার পুলিশ।

শনিবার এএস০১এলসি১৪১২ একটি গাড়ি গৌহাটি থেকে আসা আগরতলাগামী সিমা নাইট সুপার থেকে প্রায় ১৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ থানার সামনে থেকে। যার বাজার মূল্য ৯ লক্ষ টাকার অধিক। গাড়ির ভেতরে অভিনব কায়দায় নেশা পাচারের রাস্তা অবলম্বন করে কিন্তু পার ফাইনি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে।

নেশা গুলি সঙ্গে গাড়ির চালককে গ্রেফতার হয় চালকের নাম বাপি দাস বাড়ি আগরতলা জিবি ৭৯ টিলা।