ইন্টারন্যাশনাল ডে অব যোগা ২০২৫ উপলক্ষে কুতুব মিনার প্রাঙ্গণে যোগা অনুষ্ঠান আয়োজন করবে ইন্ডিয়াট্যুরিজম দিল্লি

নয়াদিল্লি, ১৯ জুন : আন্তর্জাতিক যোগা দিবস ২০২৫ উপলক্ষে ভারতের প্রাচীন সুস্থতা ঐতিহ্য এবং বৈশ্বিক কল্যাণের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শনের উদ্দেশ্যে ইন্ডিয়াট্যুরিজম দিল্লি, পর্যটন মন্ত্রকের অধীনে, ২১ জুন ২০২৫ তারিখে এক বিশেষ যোগা সেশনের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কুতুব মিনার কমপ্লেক্সের সূর্যঘড়ি লনে, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত। এবছরের আন্তর্জাতিক থিম, “এক পৃথিবী, এক স্বাস্থ্য-এর জন্য যোগা”, মানবিক সুস্থতা ও পরিবেশগত ভারসাম্যের মধ্যে গভীর সম্পর্ককে তুলে ধরার এক তাৎপর্যপূর্ণ প্রয়াস।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, যার মধ্যে রয়েছেন মাননীয় বিধায়ক শ্রী গজেন্দ্র সিং যাদব, দক্ষিণ দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট শ্রী লক্ষয় সিংহল (আইএএস), শ্রীলঙ্কা দূতাবাসের ডেপুটি হাই কমিশনার মিস প্রিয়াঙ্গা উইক্রামাসিংহে এবং মন্ত্রী উপদেষ্টা মিস ওয়াথসালা amarasinghe-সহ মালয়েশিয়া থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ। এই যোগা সেশন পরিচালনা করবেন খ্যাতনামা যোগ গুরু শ্রী গোপাল ঋষি ও তাঁর প্রশিক্ষক দল, যারা অংশগ্রহণকারীদের দেহ, মন ও আত্মার সামঞ্জস্য বজায় রাখতে সহায়ক একটি পূর্ণাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে পরিচালিত করবেন।

এই বিশেষ আয়োজনে অংশ নেবে ৪০০-রও বেশি মানুষ, যার মধ্যে থাকবেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস (IATO), অ্যাসোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটরস অফ ইন্ডিয়া (ADTOI), ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAAI)-এর সদস্যরা, আঞ্চলিক পর্যায়ের ট্যুর গাইড, যুবা ট্যুরিজম ক্লাবের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (IHM) শিক্ষক-শিক্ষার্থীরা, ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ (ASI) ও পর্যটন মন্ত্রকের আধিকারিকরা, এবং স্থানীয় নাগরিকরা।

ঐতিহাসিক স্থানে যোগা চর্চা এই অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে, যা ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়াও বিশ্বে ভারতের নেতৃত্বকে তুলে ধরবে একটি সুস্থ, টেকসই ও সামগ্রিক সুস্থতা-ভিত্তিক জীবনদর্শনের বার্তা দিয়ে। যোগার মাধ্যমে পর্যটন, সংস্কৃতি এবং সুস্থতার সংযোগ স্থাপন করে এই আয়োজন ভারতকে বিশ্বব্যাপী একটি ওয়েলনেস ট্যুরিজম গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।