আগরতলা, ১৮ জুন : রথযাত্রা উৎসবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতে সম্পূর্ণরূপে প্রস্তুত হচ্ছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার রথযাত্রা সম্পর্কিত এক নির্দেশিকা জানিয়েছেন।
তিনি জানান, যে সকল মন্দির বা সংস্থার তরফে রথযাত্রা উপলক্ষে রথ বের করা হবে সেই রথ ৫ মিটারের বেশি উচ্চতা সম্পন্ন হতে পারবেনা। ২৭ জুলাই থেকে ৫ জুলাই এর মধ্যেই
রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময় মেনে রথ রাস্তায় বের করতে হবে। সেই সময় প্রত্যেকটি মন্দির এবং সংস্থাকে আলাদা আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও রথযাত্রায় যারা অংশগ্রহণ করবেন সে সকল মন্দির বা সংস্থার কে রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিজেদের স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে যাত্রায়। এছাড়াও স্বাস্থ্য এবং অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা দায়িত্বে থাকবেন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। এনডিআরএফ এবং এসডিআরএফ কেও জরুরী কালীন পরিস্থিতির জন্য তৈরি রাখা হবে। যারাই রথ যাত্রার রথ নির্মাণ করবেন প্রত্যেকটি রথ হতে হবে কাঠের। রথে কোন ধরনের ধাতব বস্তু ব্যবহার করা যাবে না।
জেলাশাসক আরো জানিয়েছেন, রথ তৈরি হলে পরে সংস্থার তরফে প্রশাসনকে জানাতে হবে। তখন পুলিশ, পিডব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের এক প্রতিনিধি দল নির্মিত রথটি পর্যবেক্ষণ করবেন। এই প্রতিনিধি দলের দ্বারা স্বীকৃতি পাওয়ার পরেই রথ রাস্তায় বের করা যাবে। রথে উপরে ৫ শতাংশ লোক থাকতে পারবেন। বাকি প্রত্যেককেই রথের সঙ্গে যাত্রায় শামিল হতে হবে। এই রথযাত্রা অনুষ্ঠানে কোন ধরনের ডিজে ব্যবহার করা যাবে না।

