অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল শকুন্তলা মার্কেট

আগরতলা, ১৮ জুন : বুধবার দিন অল্পতে রক্ষা পেল শকুন্তলা মার্কেট। বিদ্যুতের খুঁটি থেকে হঠাৎ অগ্নি সংযোগের ফলেই এই বিপত্তি সৃষ্টি হয়েছিল। যদিও দমকল বাহিনীর তৎপড়তায় অল্পতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জানা গেছে এদিন বিদ্যুতের খুঁটি থেকে হঠাৎ সৃষ্টি হয় অগ্নি সংযোগ। সঙ্গে সঙ্গে পথ চলতি মানুষ এবং এলাকাবাসীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। দেখা দেয় তীব্র আতঙ্ক। খবর পাঠানো হয় দমকল বিভাগে। পরবর্তীতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আর আগুন নিয়ন্ত্রণ আসতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলেন শকুন্তলা রোডের ব্যবসায়ীরা। সময়মত আগুন নিয়ন্ত্রণে আসায় বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পায় শকুন্তলা রোডের জনগণ।