গড়োয়া, ১৭ জুন : বিয়ের মাত্র ৩৬ দিন পর স্বামীকে খাবারে বিষ মিশিয়ে খুন করলেন এক ২২ বছর বয়সী নারী—এমনই এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে ঝাড়খণ্ডের গড়োয়া জেলার রাঙ্কা থানার অন্তর্গত বাহোকুন্দর গ্রামে। অভিযুক্ত মহিলার নাম সুনিতা। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত স্বামী বুধনাথ সিংহের মা রাজমতি দেবী থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি পুত্রবধূ সুনিতার বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন।
বুধনাথ সিংহ ও সুনিতার বিয়ে হয় ১১ মে। সুনিতা ছত্তিশগড়ের রামচন্দ্রপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের রঘুনাথ সিংহের মেয়ে। বিয়ের পরদিনই সুনিতা তার পিত্রালয়ে ফিরে যান এবং জানিয়ে দেন, তিনি স্বামীকে পছন্দ করেন না এবং তার সঙ্গে থাকতে চান না। পরিবারের উভয় পক্ষের উদ্যোগে ৫ জুন এক পঞ্চায়েত বৈঠকের মাধ্যমে সুনিতাকে আবার বুধনাথের ঘরে ফিরিয়ে আনা হয়। তবে শান্তি দীর্ঘস্থায়ী হয়নি।
১৪ জুন দম্পতি ছত্তিশগড়ের রামানুজগঞ্জ বাজারে যান, যেখানে সুনিতা নাকি কীটনাশক কেনার কথা বলেন কৃষিকাজের অজুহাতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ১৫ জুন রাতে সেই কীটনাশক মিশিয়ে বুধনাথের খাবার তৈরি করেন সুনিতা। পরদিন সকালে বুধনাথ ঘুম থেকে না ওঠায় পরিবারের সন্দেহ হয়। পরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়।
রাঙ্কা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “মাতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত চলছে, রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।” এই ঘটনায় গড়োয়া জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মহলে প্রশ্ন উঠছে, কীভাবে একটি সম্পর্ক এত দ্রুত বিষাক্ত হয়ে উঠতে পারে। তদন্তে এর নেপথ্যের আসল কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

