আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিসে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১৬ জুন : গতকাল রাতে আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিসে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে প্রয়োজনীয় নথিপত্র, কম্পিউটার, টাকা পয়সা অনেক সামগ্রী নিয়ে পালিয়েছে । এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা হবে বলে জানান কর্পোরেটর সুভাষ ভৌমিক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিসে চুরি হয়েছে। আজ সকালে অফিসের কর্মীরা গিয়ে ঘরের তালা ভাঙ্গা দেখতে পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশের উপস্থিতিতে ওয়ার্ড অফিসে প্রবেশ করতেই নজরে পরে উধাও কম্পিউটার, ট্রফি, নগদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র।

এবিষয়ে এলাকার কর্পোরেটর সুভাষ ভৌমিক জানালেন, এমনিতেই নড়বড়ে অবস্থা অফিস ঘরটির। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানিয়ে মেরামতির কথাও বলা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাছাড়া,অফিসে নেই নিরাপত্তা কর্মীও। সম্ভবত এই সুযোগকে কাজে লাগিয়েই নেশাখোরেরা এই কান্ডটি ঘটিয়েছে। ওই চুরিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা হবে বলে জানান কর্পোরেটর সুভাষ ভৌমিক।