শরিফুল ইসলামকে হত্যাকান্ডের ঘটনা পুনঃনির্মাণ করে দেখালো মূল অভিযুক্তরা

আগরতলা, ১৪ জুন : শরিফুল ইসলামকে হত্যাকান্ডের ঘটনা পুনঃনির্মাণ করে দেখলো মূল অভিযুক্তরা। আজ এনসিসি থানার পুলিশ ইন্দ্রনগরে অভিযুক্তদের নিয়ে গিয়ে ঘটনার পুনঃ নির্মাণ করেছে। গত ৮ জুন রাতে শরিফুলকে ডেকে নিয়ে যাওয়ার পর কিভাবে হত্যা করা হয়েছে তার সম্পূর্ণটা এদিন ঘটনাস্থলে গিয়ে তুলে ধরেছে মূল অভিযুক্তরা। পুলিশকে ঘটনাস্থলে গিয়ে ৮ জুন রাতের সমস্ত ঘটনা পুনঃনির্মাণ করে দেখিয়েছে অভিযুক্তরা। পুলিশ তাদের বয়ান অনুযায়ী গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ৮ জুন রাতে ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলামকে তাঁর বন্ধু ডা. দিবাকর সাহা দক্ষিন ইন্দ্রনগরের বাসিন্দা জয়দ্বীপ দাসকে উপহার দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তাঁর পৌঁছানোর আগেই জয়দ্বীপের বাড়িতে নবনীতা দাস(২৫) এবং অনিমেষ যাদব (২১) নামে তাঁরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই (ডা.) দিবাকার সাহা শ্বাসরুদ্ধ করে শরিফুল ইসলামকে হত্যা করেন। ত্রিকোণ প্রেমের জেরেই ওই হত্যাকান্ড হয়েছে বলে জানান তিনি। শরিফুল ইসলাম পেশায় স্মার্ট সিটির বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতেন।