‘যোগা কানেক্ট ২০২৫’: ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’-র বার্তা নিয়ে আগামীকাল থেকে নিউ দিল্লিতে শুরু হচ্ছে গ্লোবাল যোগা সামিট

নয়াদিল্লি, ১৩ জুন: আগামীকাল, ১৪ই জুন ২০২৫, রাজধানীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ‘যোগা কানেক্ট ২০২৫’ – একটি হাইব্রিড গ্লোবাল সামিট, যার মূল প্রতিপাদ্য ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ । আন্তর্জাতিক যোগা দিবসের ১১তম সংস্করণের প্রস্তুতিস্বরূপ আয়োজিত এই সম্মেলনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি এই সম্মেলনের মূল সমন্বয়কারী সংস্থা।

এই সামিটে দেশ-বিদেশ থেকে প্রায় ১,০০০ জন অংশগ্রহণকারী সরাসরি উপস্থিত থাকবেন, সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন বহু আন্তর্জাতিক যোগা প্রতিষ্ঠান, ওয়েলনেস কমিউনিটি এবং গবেষণা সংস্থার প্রতিনিধিরা। বাহরাইন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশের বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন, যাঁরা প্রত্যেকেই তাঁদের নিজ নিজ ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিত্ব। এই বৈশ্বিক উপস্থিতি ভারতের যোগা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি ও নেতৃত্বকে পুনরায় সামনে তুলে ধরবে।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ‘যোগ প্রভাব’ শীর্ষক একটি গবেষণা রিপোর্টের প্রকাশ। সিসিআরওয়াইএন কর্তৃক পরিচালিত এই দশকব্যাপী মূল্যায়ন প্রতিবেদনে আন্তর্জাতিক যোগা দিবসের সার্বিক প্রভাব, প্রসার এবং কার্যকারিতা বিশ্লেষণ করা হয়েছে। গবেষক, স্বাস্থ্যবিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের কাছে এই রিপোর্ট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে।

এছাড়াও, সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ জ্ঞানের উপস্থাপনাও করা হবে: ‘ডাকাডাল ইমপ্যাক্ট অফ যোগা’ নামক ই-বুক, ‘সায়েন্টোমেট্রিক এনালাইসিস অফ যোগা রিসার্চ’ রিপোর্ট এবং ‘ভারতীয় বৃক্ষ ভাইভাবম’ শীর্ষক সচিত্র বুকলেট, যা ভারতের দেশীয় বৃক্ষের গুরুত্ব তুলে ধরবে।

সম্মেলনে বিভিন্ন থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে, যেখানে আলোচনার বিষয় হবে: অ-সংক্রামক রোগ প্রতিরোধে যোগা, সাধারণ যোগা প্রটোকলের উপর গবেষণা ও প্রভাব বিশ্লেষণ, প্রযুক্তির মাধ্যমে যোগা, সকলের জন্য যোগা দর্শন, নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে যোগার প্রয়োগ, এবং যোগা সংক্রান্ত বাণিজ্য ও শিল্পের সম্ভাবনা।

এই সামিটে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা যোগগুরুদের মধ্যে স্বামী বাবা রামদেবজি, আচার্য বালকৃষ্ণজি, এইচ.আর. নাগেন্দ্রজি, ভিক্ষু সংঘসেনজি এবং শ্রী ভারত ভূষণজি। ‘যোগা কানেক্ট’ ভারতের যোগা আন্দোলনের দশ বছর পূর্তিতে এক ঐতিহাসিক উদযাপন। ২০১৪ সালে জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে ভারত বিশ্বের কাছে যোগার বার্তা পৌঁছে দিয়েছে—সুস্থতা, ভারসাম্য ও ঐক্যের প্রতীক হিসেবে। এই গ্লোবাল সামিট সেই বার্তাকেই আরও শক্তিশালী করে তোলে।