ধর্মনগর, ১৩ জুন : পারিবারিক বিবাদে রক্তাক্ত হয়েছেন তিনজন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনা সাকাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত সাকাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক চাঞ্চল্যকর পারিবারিক হিংসাত্মক ঘটনা। অভিযোগ, পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে আব্দুল রহমানের ছেলে আব্দুল আকাদ হঠাৎ উত্তেজিত হয়ে কাঠের বর্গা নিয়ে হামলা চালায় তার পরিবারের সদস্যদের উপর।
হামলার শিকার হন আব্দুল আকাদের বাবা আব্দুল রহমান, মা ও ছোট বোন। আকস্মিক এই হামলায় তিনজনই গুরুতরভাবে রক্তাক্ত হন এবং রক্তাক্ত অবস্থায় তারা নিজেরাই গিয়ে উপস্থিত হন ধর্মনগর থানায়। ঘটনাটি অত্যন্ত গুরুতর মনে করে থানা থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ আহতদের সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত আব্দুল আকাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে তীব্র প্রতিক্রিয়া।
স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং পারিবারিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ ও ঘটনার পেছনের প্ররোচনাগুলি জানার চেষ্টা চলছে বলে জানা গেছে।

