বিশালগড়, ১৩ জুন : বেপরোয়া বাইকের ধাক্কায় বিশালগড় ব্লক সংলগ্ন জাতীয় সড়কে মৃত্যু হল এক পথচারীর। রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশালগড় ব্লক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক বাইক সহ বাইক চালককে গ্রেপ্তার করে পুলিশ ।ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে। মৃত ব্যক্তির নাম সুনীল বর্মন। বাড়ি বিশালগড় শীতলটিলা এলাকায়। গ্রেপ্তার দুই যুবকের নাম হৃদয় দেবনাথ, কৌশিক চক্রবর্তী।
ব্রাউন সুগারের নেশায় আসক্ত দুই যুবক মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য রাত বেড়াতে নেশাগ্রস্ত লোকজনরা বেপরোয়াভাবে গাড়ি ও যানবাহন চালিয়ে থাকে। তাতে দুর্ঘটনার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করলেও সব ক্ষেত্রে সাফল্য পাচ্ছে না। পুলিশ ও ট্রাফিক পুলিশকে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে।

