ধর্মনগর স্টেশনে আইনশৃঙ্খলার বড়সড় ভাঙন, পুলিশের চোখের সামনেই পালাল কুখ্যাত মাদক কারবারি, যাত্রীদের তৎপরতায় ফের গ্রেপ্তার

আগরতলা, ১৩ জুন : ধর্মনগর রেলস্টেশনে শুক্রবার ঘটে গেল এক রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। পুলিশী হেফাজত থেকে পালিয়ে গেল এক কুখ্যাত মাদক চক্রের সদস্য। যদিও সাধারণ যাত্রীদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও তৎপরতায় ধরা পড়ে যায় অভিযুক্ত ব্যক্তি, কিন্তু প্রশ্ন উঠছে রেল পুলিশের ভূমিকা নিয়ে।

সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে শিলচর-আগরতলা যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা গ্রেপ্তার করেন মোহাম্মদ সোহাগ (২১)। সে সোনামুড়ার আড়ালিয়া এলাকার বাসিন্দা ও পেশাদার মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

ধৃতকে ধর্মনগর রেল পুলিশের হাতে তুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে চমকপ্রদ ঘটনা অভিযুক্ত সোহাগ পুলিশি হেফাজত থেকেই কৌশলে পালিয়ে যায়। মুহূর্তে রেলস্টেশনে ছড়ায় চাঞ্চল্য।

তবে সৌভাগ্যবশত, উপস্থিত যাত্রীরা বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এবং অভিযুক্তকে ফের পাকড়াও করতে সক্ষম হন। সাধারণ যাত্রীদের এই সাহসিকতা যেমন প্রশংসনীয়, তেমনি পুলিশের গাফিলতিও সমানভাবে উদ্বেগজনক।

ঘটনার পর থেকেই শুরু হয়েছে তদন্ত, তবে ধর্মনগর জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে অনীহা প্রকাশ করছেন। দায় এড়ানোর প্রবণতা এবং অস্পষ্ট বক্তব্য থেকে বাড়ছে সন্দেহ এই ঘটনার আড়ালে কি আরও কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, বলে প্রশ্ন উঠেছে।