ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলে কৃতি তালিকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মেয়েরা এগিয়ে

আগরতলা, ১৩ জুন : ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল গত ৩০ এপ্রিল প্রকাশিত হয়েছে। আজ পর্ষদের ফলাফলে কৃতি তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মেয়েরা এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, কৃতিদের মধ্যে প্রথম ১০ স্থানাধিকারীর তালিকায় মাধ্যমিকে ২৫ জন এবং উচ্চ মাধ্যমিকে ২০ জন স্থান পেয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলে দেখা গেছে, মাধ্যমিকে মেধা তালিকায় ১১ জন ছাত্র এবং ১৪ জন ছাত্রী স্থান করে নিয়েছে। তবে, বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী অন্তরিক্ষা পাল প্রথম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯০।

এদিকে, উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় ১৪ জন ছাত্রী এবং ৬ জন ছাত্র স্থান করে নিয়েছে। তবে, পিএমশ্রী কামিনী কুমার সিং স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র জয়দীপ রুদ্রপাল উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯০।

এবছর মাধ্যমিকে দ্বিতীয় একজন, তৃতীয় ২ জন, চতুর্থ একজন, পঞ্চম ৫ জন, ষষ্ঠ ৩ জন, সপ্তম একজন, অষ্টম ৪ জন, নবম ৩ জন এবং দশম ৪ জন স্থান পেয়েছে। তেমনি, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় ১ জন, তৃতীয় ২ জন, চতুর্থ একজন, পঞ্চম ৪ জন, ষষ্ঠ ১ জন, সপ্তম ৩ জন, অষ্টম ৪ জন, নবম ২ জন এবং দশম এক জন স্থান পেয়েছে।