এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা: বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

আহমেদাবাদ, ১২ জুন :লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 171–এ থাকা যাত্রীদের তালিকায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। হিন্দুস্তান সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, তিনি ছিলেন যাত্রী নম্বর ১২। এ তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়ার তরফে নিশ্চিত না হলেও, সূত্রের দাবি অনুযায়ী তিনি সত্যিই সেই দুর্ভাগ্যজনক বিমানে ছিলেন।

বিমানে যাত্রী: ২৩০ জন প্রাপ্তবয়স্ক, ২ জন শিশু, ক্রু: ১২ জন মোট: ২৪২ জন।
বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক তৈরি হয় আশপাশের এলাকাগুলিতে। আহমেদাবাদ বিমানবন্দরের জরুরি দলগুলি সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করেছে।