আগরতলা, ১০ জুন : কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবিতে পুলিশের মহাপরিচালক অনুরাগ ধনকরের নিকট চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।
চিঠিতে তিনি উল্লেখ করেন, আপনি নিশ্চয়ই জানেন যে ০৮.০৬.২০২৫ তারিখ সন্ধ্যা ৭.৩০ মিনিটে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কিছু দুষ্কৃতী আগরতলার শান্তিপাড়ায় অবস্থিত যুব কংগ্রেস নেতা মোঃ শাহজাহান ইসলামের বাড়িতে জোর করে প্রবেশ করে এবং তার বাড়িতে তছনছ করে। বাড়িতে প্রবেশ করে মোঃ শাহজাহান ইসলামের বৃদ্ধ বাবা-মা এবং তার স্ত্রীকেও আক্রমণ করে। এমনকি, মোঃ শাহজাহান ইসলামের নবজাতক সন্তানকেও তাদের ক্রোধ থেকে বাঁচানো যায়নি।
এদিকে খবর পেয়ে, পিসিসি সভাপতি, আশীষ সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মণও শাহজাহান ইসলামের বাসভবনে যান কিন্তু দুর্ভাগ্যবশত, উক্ত দুষ্কৃতীরা তাদের উপরেও আক্রমণের চেষ্টা করে। দুর্বৃত্তরা মো. শাহজাহান ইসলামকে যেকোনো সময় গুলি করে হত্যা করার হুমকিও দেয়।
বিধায়ক চিঠিতে আরো লেখেন, মোঃ শাহজাহান ইসলামের সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভাইরাল ভিডিওর ভিত্তিতে এই অভিযোগের সূত্রপাত। এর অর্থ এই যে, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেক ব্যক্তির কথা বলার অধিকার রয়েছে। যদি কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনও অপরাধ করে, তাহলে তাকে সাইবার আইন বা বিএনএস, ২০২৩ এর অধীনে পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক ক্রাইবার ক্রাইমের অধীনে শাস্তি পেতে হবে, কিন্তু সাধারণ মানুষ আইন হাতে নিতে পারবে না। যদি যেকোনো সময় সাধারণ মানুষ আইন হাতে নেয়, তাহলে পুলিশ কর্তৃপক্ষের দায়িত্ব হলো ভুক্তভোগীকে রক্ষা করা এবং আক্রমণকারীদের দমন করা বা সহিংসতা বন্ধ করা।
তবে, এই ক্ষেত্রে, শাহজাহান ইসলাম এবং তার পরিবারকে দুষ্কৃতী দ্বারা আক্রমণ করেছে এবং তার বাড়ি সম্পূর্ণরূপে লুটপাট করা হয়েছে। প্রশাসন যেন অবিলম্বে শাহজাহান ইসলামের বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে এমনটাই দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।

