আগরতলা, ৯ জুন : গতকাল রাতে কংগ্রেসের ছাত্র নেতা মহম্মদ শাহজানের বাড়িতে বর্বরোচিত আক্রমণ চালিয়ে শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা। এরই প্রতিবাদে আজ এসডিপিও-র নিকট ডেপুটেশন প্রদান করেন প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস কর্মী বলেন, গোটা রাজ্যে নিদিষ্ট একটি সম্প্রদায়কে চিহ্নিত করে ক্রমাগত আক্রমন চালিয়ে যাচ্ছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যের শান্তি সম্প্রতিকে বিনিষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে গতকাল কংগ্রেসের যুব নেতা শাহাজানের বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। তাই এর বিরুদ্ধে আইনগত মোকাবিলা করার জন্য এসডিপির নিকট ডেপুটেশন প্রদান করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা।

