নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন:
আগরতলায় আইতরমা মলে রবিবার আনুষ্ঠানিকভাবে একটি আয়ুর্বেদ ঔষধ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই বিক্রয় কেন্দ্রে সব ধরনের আয়ুর্বেদ ঔষধ পাওয়া যাবে। ত্রিপুরার তথা আগরতলার জনগণের চাহিদার কথা চিন্তা করে ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবারের এই প্রজন্মের উত্তরসূরী আয়ুর্বেদাচার্য ডা. দেবব্রত সেন- এর উদ্যোগে পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসালয় ও ঔষধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয় রবিবার আগরতলার আইতমা মলে।
আজকে এই সেন্টারটি উদ্বোধন করে আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেন আয়ুর্বেদের উপকারিতা তুলে ধরেন। পাশাপাশি আগরতলায় আয়ুর্বেদের উপকারিতা গ্রহণ করার আহ্বান জানান। আয়ুর্বেদ একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যা বর্তমানে বিভিন্ন রূপে চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এটি শুধুমাত্র রোগের চিকিৎসা নয়, বরং শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে এমন একটি জীবনযাত্রা।
আয়ুর্বেদ প্রাকৃতিক উপাদান, যেমন – ভেষজ, খাদ্য, এবং জীবনযাত্রার পরিবর্তন ব্যবহার করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আয়ুর্বেদ বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে, যেমন – শ্বাসকষ্ট, হজম সমস্যা, মানসিক সমস্যা, এবং অন্যান্য জটিল রোগ। আয়ুর্বেদের চিকিৎসায় বিভিন্ন ভেষজ এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়।

