বিশালগড়, ৮ জুন: গোপন সূত্রের খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ বাইদ্যারদিঘি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ড্রাগস বিক্রেতা গোপাল দাসকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত গোপাল দাসের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গোপাল দাস দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত ছিল এবং বিভিন্ন স্থানে ড্রাগস সরবরাহ করত।
বিশালগড় থানার পুলিশ এই ধরনের অবৈধ কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিয়ে স্থানীয়রা পুলিশের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
2025-06-08

