রাজ্যে কর্মরত সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের দুর্ঘটনা বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুন:
আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যে কর্মরত সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের দুর্ঘটনা বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে ক্লাব। রাজ্যের যে সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিক এই দুর্ঘটনা বীমার আওতায় আসতে ইচ্ছুক তাদের আগামী ২০ জুনের মধ্যে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদকের কাছে তাদের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, নোমিনির যে কোন সরকারী পরিচয় পত্রের জেরক্স কপির সাথে বীমাকারীর নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা সহ নিদিষ্ট ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত রাজ্যের প্রায় অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের বার্ষিক দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। রাজ্যের সমস্ত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকদের এই সুবিধা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ক্লাবের তরফ থেকে।