“বেঙ্গালুরু তার মর্যাদা হারিয়েছে, মৃতদেহের ওপর রাজনীতি করছে বিজেপি”: স্ট্যাম্পিড নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ডেপুটি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার

বেঙ্গালুরু, ৫ জুন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয় উদ্যাপনকে ঘিরে বেঙ্গালুরুতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশাল জনসমাবেশে হুড়োহুড়ির জেরে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, আহত ৩৩ জনেরও বেশি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে। ঘটনার জন্য বিজেপিকে দায়ী করলেন কর্ণাটকের ডেপুটি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে শিবকুমার বলেন, “ঘটনাটি আমাদের গভীরভাবে আঘাত করেছে। নিহতরা আমাদের পরিবারের সদস্য। বেঙ্গালুরুর, কর্ণাটকের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা দায় নিচ্ছি, আমরা কাউকে দোষারোপ করছি না, যদিও ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।”

বিজেপির অভিযোগের জবাবে ক্ষুব্ধ শিবকুমার বলেন, “বিজেপির কোনও কথার জবাব দিতে চাই না। এরা সবই বাজে লোক। ওরাই এই নোংরা কাজের মাস্টারমাইন্ড। মৃতদেহের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে ওরা।” তিনি আরও বলেন, “আমি কেবল কর্ণাটকের ও দেশের মানুষের কাছে জবাবদিহি করি। বিজেপির এসব কুৎসা আমি আমল দিই না।”

ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ডি কে শিবকুমার। তিনি বলেন, “দেখুন, এরা আমাদেরই পরিবার… এত বড় জমায়েত হবে, আমরা ভাবতেই পারিনি। একজন মায়ের অনুরোধ ছিল তার ছেলের দেহে যেন ময়নাতদন্ত না হয়, কিন্তু আইনগত কারণে তা সম্ভব নয়। কারণ, আমাদের নিশ্চিত হতে হবে এটা দুর্ঘটনা, না কি এর পিছনে অন্য কোনও কারণ আছে। ময়নাতদন্ত ছাড়া আমরা কিছুই নিশ্চিতভাবে জানতে পারি না।”

স্ট্যাম্পিডের পর শিবকুমার নিজে ঘটনাস্থলে যান। তিনি জানান, “আমি নিজে গেটগুলো দেখেছি। অনেক সমস্যা ছিল। ম্যাজিস্ট্রেটরা নিশ্চয়ই তদন্ত করবেন। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও খুব উদ্বিগ্ন।”

শেষে তিনি বলেন, “আমরা শোকাহত। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী— সবাই হতবাক। গোটা রাজ্য আজ শোকাচ্ছন্ন।”

এই মর্মান্তিক ঘটনার পর, রাজ্য সরকার মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। তদন্তে কী উঠে আসে, এখন তাকিয়ে সেদিকেই।