গাড়ি চালককে পিটিয়ে খুনের ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ

আগরতলা, ৪ জুন : গাড়ি চালককে পিটিয়ে খুনের ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। কৈলাসহর কালিশাসন চা-বাগানে দুর্ঘটনার পর উত্তেজিত জনতার মারে এক যুবক মৃত্যু হয়। বুধবার এই ঘটনায় ১২ জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালছে।

উল্লেখ্য, কৈলাসহরের কালীশাসন চা বাগান এলাকায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে একজনকে ধাক্কা দিয়ে গাড়িটি ড্রেনে পড়ে যায়। গাড়ি ড্রেনে পড়ে যাওয়ার সাথে সাথেই গাড়ির চালক সহ গাড়ির ভিতরে থাকা অন্যরা গাড়ি থেকে বের হয়ে দৌড়ে চা বাগানের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। পরবর্তী সময়ে উত্তেজিত কিছু যুবক গাড়ির চালককে খুঁজে বের করে তাকে বেধড়ক মারধোর করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবক প্রদীপ দাসের।