সংসদের বর্ষাকালীন অধিবেশন ২১ জুলাই থেকে ১২ আগস্ট; অপারেশন সিন্দুর-এর পর প্রথম অধিবেশন

নয়াদিল্লি, ৪ জুন : সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী ২১ জুলাই শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। সংসদের কার্যাবলী সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।

এই প্রথমবার সংসদ বসছে পহেলগাম জঙ্গি হামলা (২২ এপ্রিল) এবং তার পরবর্তী অপারেশন সিন্দুর-এর পর। উল্লেখযোগ্যভাবে, এই হামলায় প্রাণ হারান ২৬ জন, আর এর প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিন্দুর পরিচালনা করে।

জানা গেছে, যদি বিরোধীপক্ষ দাবি তোলে, তবে পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত সরকার। এই প্রসঙ্গে সংসদীয় কার্যবিধি অনুযায়ী সব নিয়ম মেনেই আলোচনা হবে বলে জানানো হয়েছে।

সংসদীয় কার্য বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও ডিএমকে-সহ একাধিক বিরোধীদলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে প্রস্তাবিত অভিশংসন প্রস্তাব নিয়ে। এক সূত্র জানিয়েছে, “এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি দুর্নীতির প্রশ্ন। সরকার চায় এই প্রস্তাব সর্বদলীয় সমর্থন পেয়ে সংসদে উঠুক। অধিকাংশ দল আগামীকাল তাদের অবস্থান জানাবে।”

এর আগে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছিল ৩১ জানুয়ারি এবং শেষ হয়েছিল ৪ এপ্রিল। তারপর দীর্ঘ তিন মাসের বেশি সময় পর ২১ জুলাই সকাল ১১টায় আবার বসছে লোকসভা ও রাজ্যসভা।

এই বর্ষাকালীন অধিবেশন দেশের নিরাপত্তা ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।