জাতিসংঘে বিলাওয়াল ভুট্টোকে সাংবাদিকের মুখোমুখি: ভারতের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ অভিযোগে চুপসে গেলেন প্রাক্তন পাক পররাষ্ট্রমন্ত্রী

নিউ ইয়র্ক, ৪ জুন : জাতিসংঘ সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিরুদ্ধে মুসলিমদের ‘দানবীয়’ চিত্র উপস্থাপন করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি। ইসলামাবাদের সাম্প্রতিক কূটনৈতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি এমন মন্তব্য করেন, যা সাংবাদিকের পাল্টা প্রশ্নে চুপসে যায়।

ভুট্টো বলেন, “ভারতে মুসলিমদের দানবায়িত করা হচ্ছে,”—এই মন্তব্যের পরপরই এক বিদেশি সাংবাদিক তাঁর বক্তব্যকে চ্যালেঞ্জ করেন। সেই সাংবাদিক জানান, তিনি নিজে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন, যেটি পরিচালনা করেছিলেন একজন মুসলিম ভারতীয় সেনা কর্মকর্তা।

সাংবাদিক প্রশ্ন তোলেন, “আপনি বলছেন কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ভারত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে মুসলিমদের দোষারোপ করতে। কিন্তু আমি নিজে এমন ব্রিফিং দেখেছি যেখানে একজন মুসলিম ভারতীয় সেনা কর্মকর্তা দায়িত্বে ছিলেন। আপনি কীভাবে বলছেন যে মুসলিমদের দানবায়িত করা হচ্ছে?”

বিলাওয়াল ভুট্টো এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে সংক্ষিপ্তভাবে বলেন, “অপারেশনের বিষয়ে আপনি একেবারে ঠিক বলছেন,”—এই মন্তব্যের পর তাঁকে আর কিছু বলতে দেখা যায়নি। উপস্থিত অনেকেই পরিস্থিতিকে ‘বিস্ময়কর ও বিব্রতকর’ বলে অভিহিত করেন।

পাকিস্তান তার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে। তিনজন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীসহ নয় সদস্যের এই প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি।

দলটি জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে বৈঠক করেছে এবং নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছে, যার মধ্যে ছিল চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও।

একই সময়ে, কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে একটি ভারতীয় সংসদীয় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। ভারতীয় দলটির লক্ষ্য, পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করা এবং ভারতের ‘জিরো টলারেন্স টু টেরোরিজম’ নীতির প্রচার করা।