বৃষ্টির পর দেখা মিলল রোদের, রোগ প্রতিরোধে পুর নিগম ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগ

আগরতলা, ৩ জুন: দু-তিন দিনের টানা বর্ষণের পর অবশেষে পশ্চিম ত্রিপুরা জেলায় দেখা মিলল রোদের। তবে বর্ষণের জেরে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে শহরের বহু এলাকায় সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি। অনেক বসতবাড়ি চলে গিয়েছিল জলের তলায়। রোদ উঠায় ধীরে ধীরে জল নামতে শুরু করলেও, এই সময়টাতেই জলবাহিত ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই অবস্থায় সংক্রমণ প্রতিরোধে আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে-র উদ্যোগে আজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ছড়ানো হয়। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কর্পোরেটর।

অন্যদিকে, আজও রামকৃষ্ণ মিশন ধলেশ্বরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। বিশেষ করে দক্ষিণ জয়নগরের পশ্চিম পাড়ায় যারা শরণার্থী শিবির ছেড়ে বাড়িতে ফিরে গিয়েছেন কিন্তু রান্নার ব্যবস্থা করতে পারেননি, তাদের হাতে খাবার তুলে দেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমরাত্মানন্দ মহারাজ।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

জলাবদ্ধতা পরবর্তী পরিস্থিতিতে প্রশাসন ও সেবামূলক সংগঠনের এই ধরনের পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফেরাচ্ছে বলে মত সাধারণ মানুষের।