ইন্দ্রনগর ইংলিশ মিডিয়াম স্কুলে শরণার্থী শিবিরে মেয়র

আগরতলা, ২ জুন: ইন্দ্রনগর ৮ নং ওয়ার্ড ও ১৩ প্রতাপগড় ৪৩ নং ওয়ার্ড বন্যায় শরণার্থীদের স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সাথে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কাউন্সিলর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা।

এদিন তিনি বলেন, আজ দক্ষিণ জয়নগরস্থীত রাজনগর উচ্চ বিদ্যালয়ের বন্যা দুর্গতদের জন্য খোলা ত্রাণ শিবিরে আগরতলা ধলেশ্বর স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ মঠের উদ্যোগে মঠের সন্মানিত সম্পাদক মহারাজ স্বামী শান্তনুনন্দ মহারাজজীর উপস্থিতিতে শিবিরে আশ্রিতদের মধ্যে খাবার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তাঁর কথায়, এই বিরূপ প্রাকৃতিক পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে যেকোনো সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে আহবান জানিয়েছেন তিনি l এই পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকমে