মিজোরামে প্রবল বৃষ্টিতে বাড়ি ধস, নিখোঁজ ৫ মায়ানমার নাগরিকের মধ্যে একজন উদ্ধার

আইজল, ৩১ মে: মিজোরামে টানা ভারী বর্ষণের ফলে শুক্রবার গভীর রাতে একাধিক বাড়ি ধসে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে মায়ানমারের পাঁচজন নাগরিক নিখোঁজ ছিলেন, যাদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সর্বশেষ খবর।

খাওঝাল জেলার নিউ চালরাং গ্রামে একটি বিশাল ভূমিধসের জেরে একটি বাড়ি ধসে পড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে লংতলাই জেলার দক্ষিণাংশে, যেখানে দুইটি নির্মীয়মাণ আরসিসি (RCC) ভবন ও দুইটি অসম-টাইপ বাড়ি ধসে পড়ে। এর মধ্যে একটি ভবন একটি হোটেল হিসাবে ব্যবহৃত হচ্ছিল, যার মালিক হ্লুপুই নামে এক মহিলা। হোটেলটিতে দুর্ঘটনার সময় ২১ জন অতিথি অবস্থান করছিলেন।

ইয়ং লাই অ্যাসোসিয়েশনের ফিনান্সিয়াল সেক্রেটারি ইডেন লালরামমাউইয়া জানিয়েছেন, ১৫ জন অতিথি ও হোটেল মালিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এক জন অতিথিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে এখনো রাখাইন রাজ্য থেকে আগত পাঁচজন মায়ানমার নাগরিক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে জোরকদমে কাজ চালাচ্ছেন স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা।

এছাড়াও, আরেকটি বাড়ি ধসের ঘটনায় এক বৃদ্ধ ও তাঁর সহকারী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শারীরিকভাবে তারা বিশেষত কোমরের আঘাতে কষ্ট পাচ্ছেন বলে জানা গেছে।

জেলা বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যেই সক্রিয়ভাবে উদ্ধার কাজ চালাচ্ছে এবং রাজ্যের বিভিন্ন দুর্বল এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে, কারণ বর্ষার দাপট অব্যাহত রয়েছে।

উদ্ধার অভিযান চলমান, এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। অতিবৃষ্টির জেরে স্থাপনা ও গৃহগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।