দুই ঠিকেদারের অভিযোগ ভিত্তিহীন, দাবি শান্তিরবাজারবাসীর

আগরতলা, ২৭ মে ; শান্তির বাজারের দুই ঠিকেদারের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন করে একরাশ ক্ষোভ প্রকাশ করেন শান্তিরবাজারবাসী। এমনকি, ওই দুই ঠিকেদারের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তাঁরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল শান্তির বাজারের বিধায়ককে কালিমালিপ্ত করতে মিথ্যা অভিযোগ এনে এক সাংবাদিক সন্মেলনের মিলিত হয় শান্তির বাজারের ঠিকেদার শুভ্রজিৎ পাটোয়ারী ও প্রশান্ত মিত্র। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শান্তির বাজারের শুভবুদ্ধীসম্পূন্ন লোকজনেরা।

তাঁদের বক্তব্য, বর্তমান সময়ে শান্তির বাজারে সকলে শান্তিপূর্নভাবে বসবাস করছে। এই শান্তির বাতারণকে নষ্ট করতে ওই দুই ঠিকেদার অপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ। আজকের সাংবাদিক সন্মেলনের মাধ্যমে জানানো হয় গত ২০২৩ সালের নির্বাচনের পর শুভ্রজিৎ পাটায়ারী শান্তির বাজার সি পি আই এম পার্টি অফিস থেকে লক্ষাধিক টাকার রড চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে তৎকালিন বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ প্রতিবাদ করেছিলেন। অপরদিকে বিলোনিয়ার ঠিকেদার গৌতম চৌধুরীর স্টোন বোঝাই গাড়ী শান্তির বাজারে আটক করে অর্থ আদায়ের অভিযোগে মামলা করা হয়েছে শুভ্রজিতের বিরুদ্ধে। সেই মামলায় অসুস্থতার নাম করে কোনো প্রকারে জামিনে এসেছে শুভ্রজিৎ পাটোয়ারী।

আজকের সাংবাদিক সন্মেলনে আরও জানানো হয়, কিছুদিন পূর্বে একজন স্টেটব্যাঙ্কের ম্যানেজারের উপর আক্রমন করেছে শুভ্রজিৎ। তাছাড়া, শুভ্রজিৎ পাটোয়ারী ও প্রশান্ত মিত্র অভিযোগ করেছে তাঁদের দোকান ঘরে তালা দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এ পি এম সির চেয়ারম্যান দুলাল দেবনাথ জানান, ওই দুইযুবক জোর পূর্বক সুপার মার্কেটে স্টল দখল করে রেখেছে। বিগত অনেক বছর এই স্টলের ভাড়া পরিশোধ করাহ য়নি। তাই আইন অনুযায়ী দোকানে তালা দেওয়া হয়েছে।