নতুন দিল্লি, ২৬ মে: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করেছেন যে চলতি শিক্ষাবর্ষে প্রায় ১৫টি বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস স্থাপন করতে চলেছে। তিনি জানান, এই উদ্যোগের জন্য সরকার বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে অনুমতি প্রদান করেছে।
নতুন দিল্লিতে ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের “লেটার অফ ইনটেন্ট” হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, “এই অংশীদারিত্ব একটি প্রতীকী বার্তা, যা বৈশ্বিক উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারতের আবির্ভাবকে নিশ্চিত করে।”
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ধর্মেন্দ্র প্রধান জানান, লিভারপুল বিশ্ববিদ্যালয় আগামী বছর থেকে ভারতে তার পাঠক্রম পরিচালনা শুরু করবে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই গুজরাটে তাদের একাডেমিক সেশন শুরু করেছে।
এই পদক্ষেপ ভারতের উচ্চশিক্ষা ক্ষেত্রকে আন্তর্জাতিকীকরণের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারও মনে করছে, এই উদ্যোগ শিক্ষার মান উন্নত করার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি করবে।

