মণিপুরে ড্রাগ বিরোধী অভিযানে বড় সাফল্য, উগ্রপন্থীসহ ৩ জন গ্রেফতার

ইম্ফল, ২৪ মে : মণিপুর রাজ্যজুড়ে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযান চলাকালীন ২২ ও ২৩ মে তারিখে ড্রাগ পাচার ও উগ্রপন্থী কার্যকলাপের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার ও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনের সক্রিয় সদস্যও রয়েছেন।

২৩ মে চুরাচাঁদপুর জেলার চিগেনভুং (৪৬) নামে এক মহিলাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৫টি সাবানের প্যাকেটে রাখা ২৮৯ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার, নগদ ৮ লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার আগে, ২২ মে চুরাচাঁদপুর থানার অন্তর্গত মংকট খোপি গ্রাম থেকে ডাউখোলেট হাংহাল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রায় ৮৭০ গ্রাম ব্রাউন সুগার (মূল্য প্রায় ১.৭৪ কোটি টাকা), ২৬০ গ্রাম সন্দেহভাজন হেরোইন (মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা), নগদ ২৯.৫ লক্ষ টাকা, দুইটি বাওফেং রেডিও সেট, একটি মোবাইল ফোন ও আধার কার্ড উদ্ধার করা হয়।

এছাড়াও, কামজং জেলার তারেট নদীর কাছে অভিযান চালিয়ে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন PREPAK-এর সক্রিয় সদস্য ইম্ফল পশ্চিম জেলার ২১ বছর বয়সী জেমসন এনগানবাম-কে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও ছয়টি তাজা গুলি উদ্ধার হয়েছে।

এক পৃথক অভিযানে পুলিশের পক্ষ থেকে ৯টি গাড়ি থেকে টিন্টেড গ্লাস সরিয়ে ফেলা হয়।

রাজ্যের স্পর্শকাতর পার্বত্য ও সমতল অঞ্চলে নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে তল্লাশি ও এলাকাভিত্তিক আধিপত্য বজায় রাখার জন্য বিশেষ অভিযান চালানো হয়েছে।

এছাড়া, এনএইচ-৩৭ জাতীয় সড়ক ধরে প্রয়োজনীয় পণ্য পরিবহণে নিয়োজিত ১৯৭টি গাড়ির চলাচল কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পরিচালিত হয়, স্পর্শকাতর এলাকাগুলিতে কনভয় মোতায়েন করে।

রাজ্যজুড়ে মোট ১১২টি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে নিয়মিত তল্লাশির সময় ১১ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।