কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আহ্বান – ‘বিকশিত কৃষি সংকল্প’ অভিযানে যোগ দেওয়ার আহ্বান

নতুন দিল্লি, ২০ মে – কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ দেশজুড়ে শুরু হতে যাওয়া ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’-এ যোগদানের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই অভিযান আগামী ২৯ মে থেকে শুরু হবে।

নতুন দিল্লিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (ICAR) অধিকর্তাদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, সরকারের মুখ্য লক্ষ্য হল বিজ্ঞানভিত্তিক কৃষি রূপান্তরকে উৎসাহিত করা।

তিনি বলেন, কৃষি গবেষণার দিশা নির্ধারণ করা হবে কৃষকদের বাস্তব প্রয়োজনের ভিত্তিতে। চৌহান কৃষি প্রতিষ্ঠানগুলিকে “কৃষির মন্দির” বলে অভিহিত করে বলেন, গবেষণার মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়ানো, খরচ কমানো, কৃষির বহুমুখীকরণ এবং টেকসই কৃষি পদ্ধতি গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, কেন্দ্র ও রাজ্যের কৃষি প্রতিষ্ঠানগুলি একসঙ্গে কাজ করে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতকে বিশ্ব খাদ্য সরবরাহের কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।

এই উদ্যোগ দেশের যুবসমাজ এবং কৃষি গবেষকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও ভবিষ্যতমুখী কৃষি ব্যবস্থা গঠনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।