পাকিস্তানের সন্ত্রাসবাদে অর্থ সাহায্য রুখতে আইএমএফ-কে ভাবতে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভুজ (গুজরাট), ১৬ মে : পাকিস্তান ফের সন্ত্রাসের পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা শুরু করেছে, এই অভিযোগ তুলে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)-এর কাছে পাকিস্তানকে ১ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য পুনর্বিবেচনার আবেদন জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গুজরাটের ভুজ বিমানবাহিনী ঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ সাফল্য উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলেন, “পাকিস্তানের নাগরিকদের করের টাকা থেকে জইশ-ই-মহম্মদের প্রধান এবং রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত সন্ত্রাসবাদী মাসুদ আজহারের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করছে ইসলামাবাদ। লস্কর-ই-তইবা ও জইশ-এর মুরিদকে ও বাহাওয়ালপুর ঘাঁটি পুনর্গঠনের জন্যও অর্থ সহায়তা দিচ্ছে পাকিস্তান সরকার। এমতাবস্থায় আইএমএফ যদি অর্থ সাহায্য দেয়, তবে সেটা পরোক্ষভাবে সন্ত্রাসে তহবিল জোগানো বলেই গণ্য হবে।”

তিনি প্রশ্ন তোলেন, “এই অর্থ সাহায্য কি আইএমএফ-এর পক্ষ থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে পরোক্ষ সহায়তা নয়? ভারত আইএমএফ-কে অর্থ দেয়, কিন্তু সেই টাকা যেন কোনওভাবেই পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো নির্মাণে ব্যবহৃত না হয়।”

‘অপারেশন সিঁদুর’ উল্লেখ করে রাজনাথ সিং জানান, “এখনও এই অপারেশন শেষ হয়নি। আমাদের আগের আঘাত কেবলমাত্র ট্রেলর ছিল, প্রয়োজনে পুরো ছবি দেখানো হবে। নতুন ভারতের স্বাভাবিক নীতি এখন সন্ত্রাসবাদকে আক্রমণ ও নির্মূল করা।”

তিনি জানান, ভারতীয় বায়ুসেনা মাত্র ২৩ মিনিটে পাকিস্তান ও পিওকে-র সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। “শত্রুর ভূখণ্ডে মিসাইল আঘাত হানার পর গোটা বিশ্ব ভারতের শক্তির গর্জন শুনেছে,” বলেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের যোদ্ধা বিমানগুলি এখন সীমান্ত না পেরিয়েই পাকিস্তানের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, “ভারত এখন কেবল আমদানি করা অস্ত্রে নির্ভর করে না। ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র এখন আমাদের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ।” ব্রহ্মোস মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং DRDO-র তৈরি রাডার সিস্টেমের উল্লেখ করে তিনি আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা শক্তির ওপর জোর দেন।

গতকাল শ্রীনগরের বাদামিবাগ সেনা ঘাঁটি এবং আজ ভুজের এয়ার ফোর্স স্টেশনে সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিরক্ষামন্ত্রী জানান, “আমি নিশ্চিত যে ভারতের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত। সৈনিকদের মধ্যে দেশপ্রেম ও উত্সাহ দেখে গর্বে বুক ভরে গেছে।”

তিনি বলেন, ভুজ হল সেই ভূমি যেখানে ১৯৬৫, ১৯৭১ এবং এখন ফের পাকিস্তানকে পরাজিত করেছে ভারত। এই ভূমি দেশপ্রেমের প্রতীক।

সরকারের প্রতিরক্ষা নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, সরকার এবং জনগণ একসঙ্গে কাজ করছে। আমরা একসঙ্গে এই উপমহাদেশ থেকে সন্ত্রাসের সম্পূর্ণ নির্মূল করব।”

তিনি বক্তব্য শুরু করেন পহেলগামে শহিদ নিরীহ মানুষ এবং ‘অপারেশন সিঁদুর’-এ শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আহত সৈনিকদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ বায়ুসেনা আধিকারিকরা।