নয়াদিল্লি, ১৩ মে : এক সপ্তাহের বিরতির পর আবার মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আগামী ১৭ মে থেকে আইপিএলের ম্যাচগুলি পুনরায় শুরু হবে।
৯ মে থেকে ভারত সরকারের ‘অপারেশন সিন্ধুর’ শুরু হওয়ার পর আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছিল।১৭ মে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মধ্যে প্রতিযোগিতার পুনরারম্ভ হবে।
এছাড়া জানা গেছে, আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলির মধ্যে মোহালি এবং ধর্মশালায় আর কোনও ম্যাচ আয়োজিত হবে না।পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স-এর যে ম্যাচটি পূর্বে আহমেদাবাদে নির্ধারিত ছিল, সেটি এখন ২৬ মে তারিখে জয়পুরে অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচটি এখন নির্ধারিত হয়েছে ৩ জুন, এবং প্লে-অফ রাউন্ড শুরু হবে ২৯ মে থেকে। প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৯ মে, পরদিন অর্থাৎ ৩০ মে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ১ জুন।প্লে-অফ ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিসিসিআই পরে ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

