নয়াদিল্লি , ১২ মে : আজ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম ও পরিনির্বাণ এই পবিত্র দিনে ঘটেছিল। মহাবোধি বৃক্ষের নিচে, বোধগয়া-য় তিনি বোধি লাভ করেছিলেন। এই দিনটি ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, তিব্বত, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব।
এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভগবান বুদ্ধ করুণার অবতার ছিলেন। অহিংসা, প্রেম ও দয়ালুতা — এই মূল্যবোধ মানবকল্যাণের ভিত্তি। তাঁর আদর্শ আমাদের সমতা, সম্প্রীতি ও সামাজিক ন্যায়ের চিরন্তন মূল্যের প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।”
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, “ভগবান বুদ্ধের বাণী চ্যালেঞ্জিং সময়ে দিশারীর মতো কাজ করে। তাঁর মধ্যমার্গের উপদেশ আজকের বিশ্বে ব্যক্তি এবং সমগ্র মানবজাতির জন্য পূর্বের তুলনায় অনেক বেশি প্রাসঙ্গিক।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুদ্ধ পূর্ণিমার পবিত্র উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, “সত্য, সমতা ও সম্প্রীতির নীতির ওপর ভিত্তি করে ভগবান বুদ্ধের বাণী মানবতার জন্য পথপ্রদর্শক। ত্যাগ ও তপস্যায় নিবেদিত ভগবান বুদ্ধের জীবন বিশ্বকে করুণা ও শান্তির পথে অনুপ্রাণিত করে চলবে।”
2025-05-12

