সামাজিক মাধ্যমে কুৎসা ও সাইবার অপরাধে গ্রেফতার ‘Mr. Honcho’ ওরফে আল আমিন

আগরতলা, ৩ মে : সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো, নারী সম্মানহানি, এবং নানা ধরনের সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে পশ্চিম থানার পুলিশ গতকাল আল আমিন ওরফে ‘Mr. Honcho’-কে গ্রেফতার করেছে।

ঘটনার বিষয়ে আজ সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য দেন পশ্চিম থানার অফিসার ইন চার্জ (ওসি) পরিতোষ দাস। তিনি জানান, “আল আমিনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাঁকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য, মিথ্যা তথ্য প্রচার সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, আল আমিন দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে বিভিন্ন মহিলাকে উদ্দেশ্য করে কুরুচিকর ও মানহানিকর মন্তব্য করে আসছিলেন। সেই সঙ্গে দেশদ্রোহীর মত কিছু কথাবার্তা বলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।