ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা দুষ্কৃতীদের, থানায় মামলা

ধর্মনগর, ২ মে: একদল দুষ্কৃতী কর্তৃক ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ফের উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন উপ্তখালি সিলেটি ক্যাম্প এলাকা। ঘটনার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। অভিযুক্তদের নামধাম দিয়ে থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত দুষ্কৃতকারীরা অধরা। এমনটাই গুরুতর অভিযোগ করলেন ভারত স্টোন ক্রেশারের মালিক চয়ন দেশমুখ।

তিনি বলেন জানমালের নিরাপত্তা নেই তার, কেননা ফের দুষ্কৃতিকারীরা রাস্তায় গাড়ি আটকে প্রাণনাশের হুমকি সহ ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুংকার দিচ্ছে মামলাটি তুলে নেওয়ার জন্য। তাই এমতাবস্থায় নিরাপত্তাহীনতাবোধ করে ফের বৃহস্পতিবার তিনি পানিসাগর থানায় অভিযুক্তদের নামধাম জানিয়ে পুনরায় আরেকটি মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশ প্রশাসন সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ন্যায় বিচারের আবেদন জানান চয়ন দেশমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শনিবার বিকেলে উল্লেখিত এলাকায় জাতীয় সড়কের উপর একটি পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছিল,এতে স্থানীয় নির্মল দাস বয়স (২৬) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।আর সেই ঘটনার পরেই ভাংচুরের সূত্রপাত বলে জানা যায়। ঐদিন সন্ধ্যায় উক্ত যান দুর্ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা ভারত স্টোন ক্রেশারে প্রবেশ করে ব্যাপকভাবে ভাঙচুর, লুটপাট চালায় এবং মালিক কর্তৃপক্ষ সহ তাদের কর্মচারীদের বেধড়ক মারপিট করে এমনই অভিযোগ। নগদ পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি অফিসকক্ষের সিসি ক্যামেরা, কম্পিউটার ইত্যাদি ভেঙে ফেলা হয়।

সে সময় গুরুতর আহত হন ব্যবসায়ী প্রতিষ্ঠানটির মালিক চয়ন দেশমুখ, গোপাল চন্দ্র দেব সহ তাদের কয়েকজন কর্মীও। পরে পানিসাগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, এবং ধর্মগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় চয়ন দেশমুখকে উদ্ধার করে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য বহি:রাজে রেফার করা হয়।

পরে সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে তিনি এই ঘটনায় জড়িত বাবুলাল দাস(পিতা দুর্গেশ দাস),বাড়ি উপ্তাকালি,মিটন দাস(পিতা জিতেন্দ্র কুমার দাস), আনন্দ নাথ ও বাবুল নাথ(পিতা প্রেমানন্দ নাথ) উভয়ের বাড়ি উপ্তাকালি গ্রাম পঞ্চায়েত এলাকায়।এই চার ব্যক্তির নামে পানিসাগর থানায় মামলা দায়ের করেন। কিন্তু অভিযুক্তরা এখনো এলাকায় ঘোরাফেরা করছে বলে জানান চয়ন বাবু। এদিকে ফের গতকাল তিনি বাড়ি ফেরার সময় পথ আটকে মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এতে প্রাণ সংশয়ে ভুগছেন তিনি।

পরে জান,মাল ও নিজের নিরাপত্তার দাবি জানিয়ে ফের বৃহস্পতিবার দুষ্কৃতীদের বিরুদ্ধে পানিসাগর থানায় মামলা দায়ের করা হয় বলে জানান ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক চয়ন দেশমুখ।এদিকে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত চলছে এবং তিনজন দুষ্কৃতিকারীকেও সনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। তাই খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্ৰহন করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।