সুদান, ১ মে : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান পুনরায় জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সুদানে সহিংসতা বন্ধ করতে কার্যকর ভূমিকা গ্রহণ করে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল এক বিবৃতিতে বলেন, সুদানের দারফুর অঞ্চলে সহিংসতা যে হারে বাড়ছে, তাতে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। রাজধানী আল-ফাশরেও প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।
তিনি জানান, দুর্ভিক্ষে বিপর্যস্ত জামজাম এবং আবু শাউক নামের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের শিবিরে দুই সপ্তাহ আগে সংঘটিত হামলায় শতাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ত্রাণকর্মীরাও রয়েছেন।
আনুমানিক হিসাব অনুযায়ী, চলতি মাসেই শুধুমাত্র জামজাম শিবির থেকে চার লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
2025-05-01

