চকচকিয়ে মূল্য বাড়ছে স্বর্ণের, এক বছরে বৃদ্ধি ৩০ শতাংশ

নয়াদিল্লি, ২৯ এপ্রিল: চকচকিয়ে মূল্য বৃদ্ধিতে আবারও উজ্জ্বল হল স্বর্ণের বাজার। গত বছরের অক্ষয় তৃতীয়ার তুলনায় চলতি বছরে সোনার দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি, স্বর্ণালংকার প্রস্তুতকারক সংস্থার সাথে কথা বলে এমনটাই জানা গেছে। আগামী বুধবার অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছে গেছে প্রতি ১০ গ্রামে ৯৪,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকা পর্যন্ত। গত বছর এই দিনে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৭৩,২৪০ টাকা।

অক্ষয় তৃতীয়া হিন্দু সংস্কৃতিতে অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে সোনা কেনা অর্থে সৌভাগ্য ও সমৃদ্ধির আগমন ঘটে — এমনটাই বিশ্বাস বহু মানুষের। ফলে, শুধুমাত্র অলংকার নয়, বরং ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ হিসেবেও বহু মানুষ এই দিন সোনা কেনেন।

ব্রোকারেজ সংস্থার মতে, দীর্ঘমেয়াদে সোনা আরও বেশি রিটার্ন দিয়েছে। ২০১৯ সালের অক্ষয় তৃতীয়ায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ছিল ৩১,৭২৯ টাকা। সেই হিসাবে ছয় বছরে সোনার দাম তিন গুণেরও বেশি বেড়েছে। বিশ্বজুড়ে আর্থিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা আবারও “সেফ হ্যাভেন” হিসেবে সোনার দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে। এই বছরের ২২ এপ্রিল প্রথমবারের মতো সোনার দাম প্রতি গ্রামে ১,০০,০০০ টাকা ছাড়িয়েছিল— যা ঐতিহাসিক মাইলফলক বলেই চর্চায় রয়েছে।

ব্রোকারেজ সংস্থার বক্তব্য, অক্ষয় তৃতীয়ায় সোনার সবচেয়ে বেশি চাহিদা থাকে দক্ষিণ ভারতে — মোট বিক্রির প্রায় ৪০ শতাংশ আসে সেখান থেকে। পশ্চিম ভারতের অবদান ২৫ শতাংশ, পূর্ব ভারতের ২০ শতাংশ এবং উত্তর ভারতের প্রায় ১০ শতাংশ। তবে উৎসব উপলক্ষে আঞ্চলিক পছন্দে পার্থক্য রয়েছে। দক্ষিণ ভারতে যেখানে অক্ষয় তৃতীয়া সোনা কেনার প্রধান উপলক্ষ, সেখানে উত্তর ভারতে ধনতেরসকে ঘিরে থাকে প্রধান চাহিদা।

ব্রোকারেজ সংস্থার দাবি, সোনার দামে এই রেকর্ড বৃদ্ধি সামগ্রিক বিক্রির পরিমাণ কিছুটা কমিয়ে দিতে পারে, তবে মূল্যবৃদ্ধির কারণে শিল্পের মোট রাজস্ব গত বছরের মতোই স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।