আগরতলা, ২৮ এপ্রিল: আগামী ৩০ এপ্রিল দুপুর ১২টায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চতর মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী ৩০ এপ্রিল (বুধবার) দুপুর ১২টায় পর্যদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

