আগরতলা, ২৮ এপ্রিল : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য।
সাংবাদিকদের সামনে তিনি তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “এই বিধর্মীরা, বিতর্কিতরা ২৫ বছর ধরে ত্রিপুরা শাসন করেছে। এখন তাদের আক্কেল হওয়া উচিত।”
তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার প্রকাশ করেন।
রাজীব ভট্টাচার্য আরও বলেন, বর্তমানে রাজ্যের জনগণ সত্যিকারের উন্নয়ন প্রত্যক্ষ করছে, যেখানে বিভাজনের রাজনীতি আর টিকে থাকতে পারবে না। তাই এই ধরনের বিতর্কিত মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

